ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোর সিটি কেবলের বিরুদ্ধে কোটি টাকা লুটের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
যশোর সিটি কেবলের বিরুদ্ধে কোটি টাকা লুটের মামলা

যশোর: যশোর সিটি কেবল প্রাইভেট লিমিটেডের পরিচালক সাবেক কাউন্সিলর আফজালুল করিম রানুসহ প্রতিষ্ঠানটির ১১ কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা লুট ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

যশোর কেবল টিভি নেটওয়ার্ক সাউদার্ন এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনি বাদী হয়ে এ মামলা করেন।



যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মনিরুজ্জামান মনির অভিযোগটি মামলা হিসেবে এজাহারভুক্ত করা হয়েছে।

মামলায় যাদের আসামি করা হয়েছে- সিটি কেবল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বাবু ওরফে স্বর্ণলতা বাবু, রেলগেট এলাকার মৃত আনসার বিডিআরের ছেলে খায়রুল বাশার শাহীন ওরফে বিএনপি শাহীন, মিশনপাড়ার ওহিদ বক্সের ছেলে মারুফ, ষষ্ঠিতলাপাড়ার সাব্বির হোসেন, চাঁচড়া রায়পাড়া এলাকার আব্দুর রউফের ছেলে মাহমুদ হাসান, পুরাতন কসবা ঘোষপাড়ার হাশেম মোল্লার ছেলে আমিনুর রহমান, বেজপাড়া কবরস্থান রোড এলাকার ডা. আবুল হোসেনের ছেলে এসএম তারেক, পোস্ট অফিসপাড়া এলাকার সোনালী স্যাটেলাইটের মিজানুর রহমান মিজান ও তার ছেলে রাজন এবং শহরতলীর বিরামপুর এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে মহসিন ওরফে নানু।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ০৩ অক্টোবর সকালে আসামিরা যশোর পৌরসভার পাঁচ, ছয়, সাত, আট ও নয় নম্বর ওয়ার্ড এবং শহরতলীর বিরামপুরের লাইট পোস্টে টানানো যশোর কেবল টিভি নেটওয়ার্কের ফাইবার কেবল, আরজি-৬ তার, অ্যামপ্লিফায়ার, ন্যুড মেশিন, প্যাচ কোডসহ বিভিন্ন যন্ত্রপাতি লুট করেছে।

এ বিষয়ে জানতে চাইলে যশোর সিটি কেবল প্রাইভেট লিমিটেডের পরিচালক সাবেক কাউন্সিলর আফজালুল করিম রানু বলেন, পুলিশ অভিযোগের তদন্ত ছাড়াই মিথ্যা মামলা রেকর্ড করেছে। তবে দ্রুত মামলা প্রত্যাহার না হলে যশোরে সিটি কেবলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে বলে হুঁয়িশারি উচ্চারণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।