ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে লাউ ভর্তি ট্রাক খাদে পড়ে আহত ৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
মধুপুরে লাউ ভর্তি ট্রাক খাদে পড়ে আহত ৫

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে লাউ ভর্তি একটি ট্রাক খাদে পড়ে লাউ ব্যবসায়ীসহ ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পিরোজপুর বাজারের কাছে ব্রিজ পাড়ে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, কুড়াগাছা এলাকা থেকে লাউ ভর্তি ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ব্রিজের কাছে ট্রাকটি একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে হাওদা বিলের উপর তৈরি ব্রিজের ১৫ ফুট নিচে পড়ে যায়।

এতে লাউ ব্যবসায়ী কুড়াগাছা গ্রামের মতিয়ার রহমান (৪০), শামসুল আলম (৪৫), লিটন মিয়া (৩২), বিল্লাল হোসেন (৩৫) ও অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তিসহ ৫ জন আহত হন।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।