ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ৪ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ৪ দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অষ্টম জাতীয় বেতন-স্কেলে (পে-স্কেল) টাইমস্কেল-সিলেকশন গ্রেড বহাল রাখা সহ ৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।



সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনটির সভাপতি মো. ওয়ারেছ আলী, মহাসচিব মো. হেদায়েত হোসেন, কার্যকরী সভাপতি মো. হাই মোল্লা, অতিরিক্ত মহাসচিব  খায়ের আহমেদ প্রমুখ।

ফেডারেশনের দাবির মধ্যে রয়েছে- বেতন-স্কেলে টাইমস্কেল-সিলেকশন গ্রেড বহাল রাখা, সেই সঙ্গে যেসব কর্মচারী সিলেকশন গ্রেডের বাইরে রয়েছেন তাদেরকে সিলেকশন গ্রেডের সুবিধা দেওয়া।

পাশাপাশি সচিবালয়ের সঙ্গে সচিবালয়ের বাহিরের কর্মচারীদের বেতন-স্কেল ও পদবী সংক্রান্ত বৈষম্য দূর করা, বেতন ও চাকরি কমিশনের প্রস্তাবিত ১৬ ধাপে বেতন নির্ধারণ করা এবং ১১তম থেকে ২০তম ধাপগুলোর ব্যবধান সর্বনিম্ন এক হাজার টাকা করা।

ফেডারেশনটির চতুর্থ দাবি হলো- সরকারি কর্মচারীর পরিবারের সদস্যের মাসিক বরাদ্দ বাড়ানো।

এ বিষয়ে বলা হয়, একজন এতিম শিশুর খাবারের মাসিক বরাদ্দ ২ হাজার ৬'শ টাকা। আর সরকারি কর্মচারীর পরিবারের সদস্যের মাসিক বরাদ্দ ১ হাজার ৩৭৫ টাকা। যা সরকারি কর্মচারীর পরিবারের জন্য অসম্মানজনক বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এএসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।