ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘাতক বাস কেড়ে নিল মা-শিশুর প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
ঘাতক বাস কেড়ে নিল মা-শিশুর প্রাণ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দ্রুতগতির যাত্রীবাহী বাস কেড়ে নিল মা (২৫) ও কন্যা শিশুর (০৭) প্রাণ।  

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাড়ে ১১টার দিকে টুঙ্গীপাড়ার মালেকের বাজার এলাকায় মেয়েক সঙ্গে নিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী সেবা গ্রীন লাইন নামে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে মা ঘটনাস্থলে ও মেয়েকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হক বাংলানিউজকে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।