ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
সৈয়দপুরে বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মৌ (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে সৈয়দপুর-রংপুর সড়কের হাজীর বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



কলেজছাত্রী মৌ শহরের ওয়াপদা মোড় এলাকায় আব্দুর রহিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সৈয়দপুর-রংপুর সড়কের হাজীর বটতলী এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহতাবস্থায় কলেজ ছাত্রী মৌকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে বদরগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় ওই বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৌ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।