ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় জুট মিল শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
খুলনায় জুট মিল শ্রমিকদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: মিলের উৎপাদন চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলের শ্রমিকরা।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর আটরা শিল্পাঞ্চলের মিলের প্রধান গেটের সামনে শতশত শ্রমিক তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন।



বিক্ষোভ মিছিলটি খুলনা-যশোর মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলের গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিল চালু সংগ্রাম কমিটির আহ্বায়ক ও মিলের সিবিএ আব্দুল রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সিবিএ নেতা আব্দুল হামিদ সরদার, সাইফুল ইসলাম লিটু, হাফেজ আব্দুস সালাম, মো. কাওছার আহম্মেদ, শেখ জাকারিয়া, আব্বাস বিশ্বাস, আকবার আলী, ইকবাল হোসেন, মুজিবর রহমান, আনোয়ার হোসেন, বাবুল রেজা, আমিনুল ইসলাম প্র‍মুখ।

মিলটি ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ, কথিত মালিকের ভুয়া কাগজপত্র বাতিলেরও দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমআরএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।