ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু প্রকল্পে বিদেশিদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
পদ্মা সেতু প্রকল্পে বিদেশিদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে তাদের মধ্যে কোনো উদ্বেগ ও উৎকণ্ঠা নেই।



শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
 
আইজিপি বলেন,পদ্মা সেতুর উভয় পাড়ে দু’টি নতুন থানা স্থাপন করা হবে। একটি মুন্সীগঞ্জ সীমানায় এবং অপরটি শরীয়তপুরের সীমানায়। এ জন্য সেতু বিভাগ জায়গা বরাদ্দ দিয়েছে।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ভূমিকায় পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। যা দেশবাসীর জন্য অহংকার।
 
প্রকল্প এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সেতু সচিব আনোয়ার হোসেন, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, ডিআইজি আতিকুল ইসলাম, ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক, অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোহাম্মদ আলী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।