ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রবীণদের জন্য রাজস্ব খাতে বরাদ্দ ১৫’শ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
প্রবীণদের জন্য রাজস্ব খাতে বরাদ্দ ১৫’শ কোটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান সরকার প্রবীণ ও নবীনদের জন্য নানা ধরনের উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। প্রবীণদের জন্য রাজস্ব খাতে ১৫’শ কোটি বরাদ্দ রেখেছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।



শনিবার আগারগাঁও সমাজসেবা অধিদফতরের মিলনায়তনে ‘বার্ধক্য বিষয়ক যুব সম্মেলন’-এ তিনি এ তথ্য জানান।

‘আমাদের স্বাস্থ্য খাতে যে উন্নয়ন অর্থনৈতিক খাতে যে উন্নয়ন তারই ফসল প্রবীণদের সংখ্যা বৃদ্ধি। প্রতিমাসে ৪শ’ টাকা করে ৩০ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার।

তিনি বলেন, আমরা যখন নবীন ছিলাম বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে গিয়েছিলাম। তখন বন্দুক ও গোলাবারুদ নিয়ে যুদ্ধ গিয়েছিলাম। এখনকার নবীনদেরও যুদ্ধ করতে হবে শিক্ষা, জ্ঞান ও দেশ গড়ার জন্য। নবীনরা দেশ গড়ার জন্য পথ দেখাবে। ’

তিনি আরও বলেন, বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। স্বাস্থ্যখাতসহ নানা খাতের উন্নয়নে বর্তমানে প্রবীণদের সংখ্যা বাড়ছে এটা ইতিবাচক। প্রবীণদের মূল্যবান লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নবীনরা এগিয়ে যাবেন। ’

তিনি আরও বলেন, বর্তমান সরকার নবীনদের জন্য এমন জায়গা গড়তে চান যেখানে কোনো রাজনৈতিক হানাহানি থাকবে না। যে রাজনীতি দেশের উন্নয়নকে
বাধাগ্রস্ত করবে না। রাষ্ট্র যেন সকলের জন্য নিরাপদ জনপদ হয়, রাষ্ট্র সকলের জন্য যেন শান্তির জনপদ হয়।

‘বর্তমান সরকার প্রবীণদের কথা চিন্তা করে দুটি আইন পাশ করেছেন। একটি হলো ন্যাশনাল এইজিং পলিসি এবং অপরটি প্যারেন্টস মেন্টেনেন্স অ্যাক্ট-২০১৩। প্রবীণ, নবীন, বিধবা ও ছিন্নমূলদের জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। ’

এ সময় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনিস্টিটিউটের সভাপতি অধ্যাপক ড. এএসএম আতীকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।