ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে মুজাহিদের দাফন হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে মুজাহিদের দাফন হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এ রায় কার্যকর করা হয়।

 

এর আগে রাতে মুজাহিদের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে এসে জানিয়েছিলন, ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকার আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা গেটের পাশে তাদের পারিবারিক জমিতে মুজাহিদকে দাফন করার সিদ্ধান্ত হয়েছে।

মুজাহিদের ভাগ্নে ফজলুল হাদি সাব্বির জানিয়েছেন, আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা গেটের পাশে পারিবারিক জমিতে তাকে দাফন করা হবে।    

এরই মধ্যে আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা গেটের পাশে কবর খোড়ারন কাজ শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
  
এদিকে রাত সাড়ে ১১টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুজাহিদের বাবা আবদুল আলীর নামের সড়কে অবস্থান নেওয়া সবাইকে সরিয়ে দিয়েছেন। এবং মাদ্রাসা প্রাঙ্গণের চারশ গজের মধ্যে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না।

কারা অ্যাম্বুলেন্সে করে মুজাহিদের মরদেহ ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থতি আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে আনা হবে।

নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ পুলিশ সদস্য, আমর্ড পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে মুজাহিদের বাড়ি ও আশেপাশের এলাকায়।
 
এর আগে মুজাহিদের বড় ভাই জেলা জামায়াতের নায়েবে আমির আলী আফজাল মোহম্মদ খালেছ বাংলানিউজকে জানিয়েছিলেন, তার তিন ভাই আলী ইকবাল মোহম্মদ তৌফিক, আলী আজম মোহম্মদ রেজওয়ান, আলী আশরাফ মোহম্মদ শোয়ায়েব ও মা নুর জাহান খানমের কবর ফরিদপুর আলীপুর কবরস্থানে।

এদিকে ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে ফরিদপুরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে।

রাত ৮টার পর মুজাহিদের বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মোতায়েন করা হয়েছে।

এছাড়া ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহর জুড়ে র‌্যাব টহল দিচ্ছে। এর বাইরে সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদারে মাঠে রয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।