ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফাঁসির মঞ্চে তারা কোনো রিঅ্যাক্ট করেননি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ফাঁসির মঞ্চে তারা কোনো রিঅ্যাক্ট করেননি

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরের সময় ফাঁসির মঞ্চে তারা কোনো রিঅ্যাক্ট করেননি বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ-ডিবির ডেপুটি কমিশনার (ডিসি, নর্থ) শেখ নাজমুল আলম।

শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে বাংলানিউজকে তিনি এ কথা জানান।



শেখ নাজমুল আলম বলেন, পাশাপাশি একই সঙ্গে তাদের ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে। তারা কোনো রিঅ্যাক্ট করেননি। বিড়বিড় করে সুরা পড়তে পড়তে মঞ্চে উঠে যান এবং রায় কার্যকর করা হয়।

এদিকে, রাত ১টা ৫০ মিনিটের দিকে জেল সুপার জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বলেন, রাত ১২টা ৫৫ মিনিটে একই সঙ্গে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অনেকেই বিভিন্ন সময়ের কথা বলছেন কিন্তু সময়টা হলো রাত ১২টা ৫৫।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এনএ/আইএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।