ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতের ডাকা সোমবারের (২৩ নভেম্বর) হরতালের মধ্যেই দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে মহাখালী, গাবতলী, সায়েদাবাদসহ রাজধানীর অন্যান্য বাস টার্মিনাল থেকে।

সোমবার সকালে টার্মিনালগুলো ঘুরে ও বিভিন্ন কাউন্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।

মহাখালী টার্মিনালের এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ তৌহিদ বাংলানিউজকে বলেন, সকালে দূরপাল্লার বাস না চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বাস ছাড়তে শুরু করেছি। ইতিমধ্যেই আমাদের দু’টি বাস চট্টগ্রামের উদ্দেশে টার্মিনাল ছেড়েছে।

সিরাজগঞ্জগামী অভি ইন্টারপ্রাইজের লাইনম্যান জয়নাল আবেদিন বলেন, সকাল ১১টার দিকে ১১ জন যাত্রী নিয়ে আমাদের একটি বাস ‍টার্মিনাল ছেড়েছে।

এদিকে রাজধানীর গাবতলী টার্মিনাল থেকেও দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে।

এ ব্যাপারে গাবতলী টার্মিনালের ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার বশির আহমেদ বলেন, যাত্রী কম থাকায় বাস ছাড়তে দেরি হচ্ছে। তবে সকাল ১১টার পর আমাদের দু’টি বাস টার্মিনাল ছেড়ে গেছে।

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালেও একই চিত্র দেখা গেছে। সায়েদাবাদ থেকেও বেশ কিছু বাস দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে গেছে। তবে যাত্রী কম থাকায় একটু দেরিতে বাস ছাড়তে হচ্ছে বলে জানান টার্মিনালের পরিবহন কর্মকর্তারা।

এ টার্মিনালের শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার সেলিম বলেন, সকালে চট্টগ্রামের উদ্দেশে একটি গাড়ি ছেড়ে গেছে। আরও কয়েকটি ছাড়ার অপেক্ষায় রয়েছে। তবে যাত্রী কম।

বিকেল নাগাদ যাত্রী সংখ্যা বাড়বে। তখন বেশি সংখ্যক গাড়ি ছেড়ে যাবে। তবে এখন পর্যন্ত কোনো গোলযোগের খবর পাইনি, বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এনএইচএফ/এমইউএম/আরএইচএস/আরএম

** দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।