ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
গোপালগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ দুলাল বিশ্বাস ওরফে জসিম উদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা শহরের শেখ কামাল স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক দুলাল বিশ্বাসের বাড়ি নড়াইল জেলায়। তিনি চট্টগ্রামে পরিবহন শ্রমিকের কাজ করেন।
 
গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলিমুল হক বাংলানিউজকে জানান, ইয়াবার একটি চালান জেলা শহরে বেচাকেনা হবে, এমন গোপান সংবাদের ভিত্তিতে শেখ কামাল স্টেডিয়ামের ২ নম্বর গেট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহ হলে দুলাল বিশ্বাস ওরফে জসিম উদ্দিনকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা পৌঁছে দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে তিনি গোপালগঞ্জে এসেছিলেন।

এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।