ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে খাদ্যে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ফরিদপুরে খাদ্যে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু ছবি: ফাইল ফটো

ফরিদপুর: ফরিদপুরে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

দুই শিশু হলো, অনিকতা (১২) ও তার ছোট ভাই সুব্রত (০৮)। তাদের বাড়ি ভাঙ্গা উপজেলার মানিকনগর ইউনিয়নের রাজাপুর গ্রামে। তাদের বাবার নাম মৃত শুক্রলাল।  

এ ঘটনায় দুই শিশুর মা রুণু (৫৫) এখনও চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের সুপার ডা. গণপতি বিশ্বাস শুভ বাংলানিউজকে জানান, গতরাত (রোববার দিনগত) ১টার দিকে তারা তিনজন হাসপাতালে ভর্তি হন। তখন থেকে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল, কিন্তু খাদ্যে বিষের পরিমাণ বেশি থাকায় দু’জনের মৃত্যু হয়েছে।

অসুস্থ রুণু বাংলানিউজকে বলেন, দুপুরেও একই খাবার তারা খেয়েছিলেন, কিন্তু রাতে সে খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫ 
আরকেবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।