ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাহানপুরে শিশুর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
শাহজাহানপুরে শিশুর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে সাব্বির হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
 
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।



শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
 
রেলওয়ে কলোনির কবির হোসেন ও পলি আক্তারের শিশুপুত্র সাব্বির। তারা ওই কলোনির একটি ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া।
 
এসআই বেলায়েত হোসেন জানান, কবির হোসেনের দুই স্ত্রী। দুজনই একই বাসায় থাকেন। সকাল ১১টায় খবর পেয়ে ওই বাসার বাথরুম থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
 
বড় স্ত্রীর দাবি সাব্বির বাথরুমের বালতিতে পড়ে মারা গেছে। আর পলি আক্তারের দাবি তাকে মেরে বালতিতে রাখা হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই বেলায়েত।
 
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এজেডএস/আরইউ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।