ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর ডিজিটাল বিজনেস প্লাসের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
রাজশাহীর ডিজিটাল বিজনেস প্লাসের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ

রাজশাহী: রাজশাহী ডিজিটাল বিজনেস প্লাস নামের একটি মাল্টিপারপাস কোম্পানিতে প্রতারিত হওয়া ২৬শ’ ব্যক্তি তাদের জমাকৃত ৪৪ কোটি টাকা ফেরতের দাবিতে দুদকে অভিযোগ দিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির জেলা কার্যালয়ে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

 

ভুক্তভোগীরা জানান, ডিজিটাল বিজনেস প্লাস নামের একটি মাল্টিপারপাস কোম্পানি ২০১২ সালে কয়েকশ’ গ্রাহক নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। এরপর পর্যায়ক্রমে ওই প্রতিষ্ঠানে লোক নিয়োগ ও গ্রাহক সংগ্রহের নামে প্রায় ২ হাজার ৬০০ জনের কাছ থেকে ৪৪ কোটি টাকা জামানত সংগ্রহ করে। কিন্তু অর্থলগ্নির পর কিছুদিন না যেতেই কোম্পানিটি দেউলিয়া হয়ে যায়।

ভুক্তভোগী নূর-ই এহসান জানান, তিনি ওয়ার্ড টিম লিডার হিসেবে নিয়োগ পেতে ২ লাখ টাকা জামানত দেন। কিন্তু সেই টাকা এখনো ফেরত পাননি।

এর মধ্যে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আহসানুল আজিম রাজিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ তাকে গ্রেফতারও করে। কিন্তু ২৬শ’ গ্রাহকের রেখে যাওয়া প্রায় ৪৪ কোটি টাকা এখনো ফেরত পাননি প্রতারিতরা। তাই তারা শেষ পর্যন্ত দুদকের অভিযোগ দিয়েছেন।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে রাজশাহী দুদকের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।