ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় ৮ ডিসেম্বর ফ্রিল্যান্সারদের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ঢাকায় ৮ ডিসেম্বর ফ্রিল্যান্সারদের সম্মেলন ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডেফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে আগামী ৮ ডিসেম্বর ফ্রিল্যান্সারদের নিয়ে রাজধানী ঢাকায় এক সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।



সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান একাডেমির নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, বিলেন্সার’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সফিউল আলম, একাডেমির উপ পরিচালক সরোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আইটি আউটসোর্সিং এ যারা কাজ করছেন এবং আউটসোর্সিংকে যারা পেশা হিসেবে নিতে চান তাদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের জন্য কোন রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৮ ডিসেম্বর। এ সম্মেলনে অংশগ্রহণের জন্য www.daffodil.ac/freelancer_meet এ ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এ সম্মেলনে ফ্রিল্যান্সিং এর সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন। এছাড়াও অংশগ্রহণকারীরা ওই বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ এবং অনলাইন মার্কেটপ্লেসে যারা শীর্ষে রয়েছেন তাদের সাফল্য সম্পর্কে জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমআইকে/আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।