ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ভাই ও ভাবীসহ আটক তিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ফরিদপুরে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ভাই ও ভাবীসহ আটক তিন

ফরিদপুর: ফরিদপুর খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় শিশু দুটির বড় ভাই বাবলু মালো, তার স্ত্রী আন্না মালো ও স্ত্রীর বড় বোন কনিকা মালোকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

রোববার দিবাগত রাত ১টার দিকে অসুস্থ হয়ে ভাঙ্গা থানার মানিকনগর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত শুকলাল মালোর স্ত্রী রেনু মালো (৫৫) ও দুই সন্তান অনিতা মালো (১২) ও সুব্রত মালো (৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অনিতা ও সুব্রতর মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তি রেনু মালো জানান, দুপুরে যে খাবার খেয়েছি রাতেও সেই খাবার খাই। কিন্তু দুপুরে কিছু হয়নি তবে রাতে খেয়ে অসুস্থ হওয়ায় তার সন্দেহ হচ্ছে। তিনি বলেন, বড় ছেলে ও তার স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্ব ছিল তার।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস শুভ বলেন, হাসপাতালে ভর্তির পর তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু খাদ্যে বিষের পরিমাণ বেশি থাকায় শিশু দুটির মৃত্যু হয়েছে। এখনো শিশুর মা হাসপাতালে চিকিৎসাধীন।  

ফরিদপুরে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে অজ্ঞাত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এদিকে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, খবর জানার পরে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুপুর ৩টার দিকে নিহত শিশুদের বড় ভাই বাবলু মালো, তার স্ত্রী আন্না মালো ও স্ত্রীর বড় বোন কনিকা মালোকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।