ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
রাজশাহীতে দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) কর্মরত দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে আরএমপি সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মো. শামসুদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহম্মেদ, ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, সহকারী কমিশনার মোহাম্মদ মাসুম ও গোলাম সাকলাইন প্রমুখ।

পরে আরএমপি কমিশনার মো. শামসুদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত মহানগর গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্য আনোয়ার হোসেনের স্ত্রী ফুলবানুর হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন।

এছাড়া আরএমপির অপর পুলিশ সদস্য জয়নুল আবেদিনের স্ত্রী মারুফা খাতুনের হার্টের চিকিৎসার জন্য নগদ ৪৭ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

এর আগে গত ১৪ নভেম্বর আরএমপির গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্য আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।