ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে ভটভটি খাদে পড়ে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
তাড়াশে ভটভটি খাদে পড়ে চালকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি খাদে পড়ে আব্দুল (৩০) নামে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভটভটির দুই যাত্রী আহত হয়েছেন।



মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের বিনোতপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল উপজেলার কুসুম্বি গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, বারুহাস থেকে তাড়াশগামী গাছের গুঁড়ি বোঝাই ভটভটিটি বিনোতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যায়। এতে চালক আব্দুল ঘটনাস্থলেই মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।