ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘আমরা সম্পূর্ণ নিরপেক্ষ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
‘আমরা সম্পূর্ণ নিরপেক্ষ’ কাজী রকিবউদ্দীন আহমদ

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। সব দলের জন্যই পৌরসভা নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি করবো।


 
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আগামী ৩০ ডিসেম্বর বুধবার দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণের তফসিল দেন সিইসি।
 
কাজী রকিবউদ্দীন বলেন, আশা করি প্রার্থীরা স্বপ্রণোদিতভাবেই পোস্টার নামিয়ে ফেলবেন। যদি না নামান তাহেল আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। আইনে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রচার-প্রচারণা চালানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে সবার জন্যই লেবেল প্লেয়িং তৈরি করবো। আশা করি সব দলই অংশ নেবে। বিএনপি আগেও যখন অভিযোগ দিয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। এছাড়া সংবাদমাধ্যমেও খবর আসলে, অথবা ফোনেও খোঁজ নিয়ে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।
 
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, সব রাজনৈতিক দলের জন্য বলবো- আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। আশা করি তারা সবাই প্রার্থী মনোনয়ন দেবে। প্রচার-প্রচারণাও করবে। তবে আইন, বিধি মেনেই প্রচার-প্রচারণা করতে হবে এটাই আমাদের অনুরোধ।
 
তিনি বলেন, সংসদ আইন করেছে বিচার-বিবেচনা করেই। আমরা নির্বাচন করেই অভ্যস্ত। তাই মেয়র পদে দলীয়ভাবে এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে নির্বাচন করতে অসুবিধা হবে না। তবুও এটি বড় নির্বাচন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেবো। বিভিন্ন বাহিনীর সঙ্গে সভা করেই সে বিষয়টি ঠিক করা হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই কেন দলীয় প্রতীকে মেয়র নির্বাচন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। স্লটটা (সময়) খুব কম। তাই খুব তাড়াতাড়ি কাজ করতে হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে না পারলে, জুনে নির্বাচন করতে হতো। কেননা, এর মধ্যে এসএসসি (মাধ্যমিক) ও এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পরীক্ষা আছে। আবার জুনে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। তাই ডিসেম্বর ছাড়া নির্বাচন করার কোনো উপায় নেই। এজন্য তাড়াহুড়ো করেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের হাতে সব দলের সঙ্গে আলোচনা করার সময় ছিল না।
 
ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, সবার জন্যই নির্দেশ হচ্ছে আইন সম্মতভাবেই কাজ করতে হবে। পৌর নির্বাচনে আগের চেয়ে আরও দ্রুত অ্যাকশন নেবো। ব্যালট চুরি, ছিনতাই, এগুলোর কোনো রকম তথ্য পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো।

সাংবাদিকদের বলবো, সবগুলো কেন্দ্রে যাবেন, কাভার করবেন। পুলিশ আপনাদের বাধা দেবে না। কিন্তু আপনাদের কাছে কার্ড (পরিচয়পত্র) থাকতে হবে। তাদের বলে দেবো, গতবারের মতো যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তবে অনেক ভোটকেন্দ্রেই জায়গা খুব কম। সেখানে এক সঙ্গে অনেকেই প্রবেশ ভোটগ্রহণের অসুবিধা হয়। তাই গ্রুপ প্রবেশ না করলে সুবিধা হয়।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ, ইসি সচিব সিরাজুল ইসলাম, জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।