ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাদের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
সিরাজগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাদের সম্মেলন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের ৩৬ জেলার ডেন্টিস্টদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



ডেন্টিস্ট পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আনিছুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. আব্দুর রব।

এছাড়াও সিরাজগঞ্জ বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা, ডেন্টিস্ট মাসুদুর রহমান মাসুদ ও ডেন্টিস্ট মুহাম্মাদ কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশে ৮টি সরকারি ও ১০৩টি বেসরকারি ইনস্টিটিউট থেকে প্রতি বছর সাড়ে তিনহাজার শিক্ষার্থী পাশ করে বের হলেও বর্তমানে সরকারিভাবে খালি পদ রয়েছে ১৪টি। তাই দ্রুত ডেন্টিস্টদের পদের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয় এ সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।