ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
সিলেটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটের ওসমানী নগর এলাকায় জাহেদা বেগম (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় থাকার ঘরে ধর্নার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জাহেদার মরদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদহটি উদ্ধার থানায় নিয়ে যায়।

ওসমানী নগর থানার উপ-পরিদর্শক (এসআই) অনুজ কান্তি দাশ বাংলানিউজকে জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত জাহেদা বেগম সিলেট সদর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের আব্দুস সুবহানের মেয়ে। সে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো।

এদিকে, পারিবারের বরাত দিয়ে ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরছালিন বাংলানিউজকে জানান, রুবেল নামে এক ছেলের সঙ্গে জাহেদার প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমে প্রতারিত হয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।