ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
গাজীপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর শহরের মধ্য ছায়াবিথী এলাকায় একটি পুকুরের পানিতে ডুবে মো. বাছির উদ্দিন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বাংলানিউজকে এ তথ্য জানান।



মৃত বাছিরের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, সকালে ছায়াবিথী এলাকার একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নামে বাছির। একপর্যায়ে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন বাছিরকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বাছির একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে। সে শহরের রাণী বিলাস মনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর জেএসসি পরীক্ষায় অংশ নেয়।

বিকেলে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বাছিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।