ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ক্যারামবোর্ড চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
দামুড়হুদায় ক্যারামবোর্ড চাপায় শিশু নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে ক্যারামবোর্ডের নিচে চাপা পড়ে মরিয়ম খাতুন (৮) নামে একটি শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম ওই গ্রামের মহসিন আলীর মেয়ে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মরিয়ম ঘরে থাকা ক্যারামবোর্ডের পাশে খেলছিল। এসময় ধাক্কা লেগে ক্যারামবোর্ডটি তার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মৃত্যু হয় তার।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।