ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্য অধিদফতরের ডিজির বিরুদ্ধে ফের শুনানি বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
স্বাস্থ্য অধিদফতরের ডিজির বিরুদ্ধে ফের শুনানি বুধবার

ঢাকা: আদালত অবমাননার অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. দীন মুহাম্মদ নুরুল হকের বিরুদ্ধে বুধবার (২৫ নভেম্বর) শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।



এর আগে ওই আবেদনের শুনানি নিয়ে সকালে একই হাইকোর্ট বেঞ্চ স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে আগামী বছরের ১২ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

অ্যাডভোকেট ড. ইউনুচ আলী আকন্দের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছিলেন আদালত। আবেদনের পক্ষে শুনানিও করেন তিনি।
তিনি বলেন, চলতি বছরের ৩০ আগস্ট উচ্চ আদালত আমার মেয়ের মেডিকেল কলেজে ভর্তির প্রয়োজনীয় খরচ বাবদ ১৪ লাখ টাকা দিতে নির্দেশ দেন। কিন্তু আদালতের এ আদেশ এখনও পালন করা হয়নি। তাই স্বাস্থ্য অধিদফতরের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করি।

‘মঙ্গলবার তাকে তলবের আদেশ দেন হাইকোর্ট। পরে তা প্রত্যাহার করে বুধবার ফের শুনানির দিন ধার্য করেন আদালত। ’

ইউনুচ আলী অভিযোগ করেন, ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩৮টি ভুল ছিলো। ওই ভুল প্রশ্নের বৈধতা নিয়ে সেসময় হাইকোর্টে একটি রিট করি। প্রশ্নপত্রে ভুল না হলে আমার মেয়ে পরীক্ষায় পাস করে মেডিকেলে ভর্তি হতে পারতো।

তিনি বলেন, চলতি বছরের ৫ মার্চ হাইকোর্ট আমার মেয়েকে একটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির নির্দেশ এবং বেসরকারি মেডিকেলে ভর্তি করায় যে টাকা খরচ হয়েছে তা ফেরত দিতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দেন।

এ সময় ওই বছরের প্রশ্নপত্রে ৭টি ভুল ছিল বলে চিহ্নিত করেন আদালত। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগ বিষয়টির নিষ্পত্তি করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ইএস/এমএ/এএসআর

** স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে হাইকোর্টে তলব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।