ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ২টি পিস্তলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
নাটোরে ২টি পিস্তলসহ আটক ২

নাটোর: নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে নৈশকোচে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়।


 
নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাথী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় দুই যাত্রীর কাছে দুইটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়ায় তাদের আটক করা হয়।

তবে আটক ব্যক্তিদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।