ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষে আহত ৮

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের পোতাবপুর গ্রামের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারীসহ উভয়পক্ষে আটজন আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। এরা হলেন-পোতাপুর গ্রামের লিয়াকত আলী (৪৮), হাফিজ উদ্দীন (৫০), খলিলুর রহমানের স্ত্রী মমেনা খাতুন (৩৫), মাহফুজুর রহমান ও তার স্ত্রী আমেনা খাতুন (৪০)। আহত সবাইকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, ওই গ্রামের রবিউল ইসলাম ও আব্দুল গণির মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে বুধবার সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের আটজন আহত হন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান, বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।