ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে রাজশাহীর বেসরকারি উন্নয়ন সংগঠন ও মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংস্থাটির কার্যালয়ে ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৫’ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।



বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গড়ে ওঠেনি। পত্র-পত্রিকায় প্রতিদিনই নারী ও শিশু নির্যাতনের খবর প্রকাশিত হচ্ছে, যা খুবই ভয়াবহ।

রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের বর্তমান চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৩৮৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী নির্যাতনের ঘটনা ১৭০টি ও শিশু নির্যাতনের ঘটনা ২১৪টি। স্থানীয় ও জাতীয় সংবাদপত্রসমূহ এবং এসিডি’র পরিচালিত জরিপে এ তথ্য উঠে আসে।

সংবাদ সম্মেলনে ধারণাপত্র পাঠ করেন পিপলস অর্গানাইজেশনের সভাপতি সীমা বেগম। আরও উপস্থিত ছিলেন- প্রোগ্রাম অফিসার রাবেয়া খাতুন ও স্থানীয় সমাজকর্মী জুলেখা খাতুন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসএস/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।