ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

খুলনা: খুলনায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকার আবুল শেখ এর ছেলে রুহুল আমিন (৩০) ও একই ইউনিয়নের মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০)।

এ ঘটনায় কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে হুসাইন (২২) আহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় গো-খাদ্য বিচুলি বোঝাই একটি ইঞ্জিন ভ্যানকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরমধ্যে রুহুল আমিন ও ফিরোজ পাইকগাছা মাছকাটায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে হুসাইন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক পাইকগাছা অভিমুখে ফিরছিলেন। এতে সাইকেল দুটির চালক ও আরোহীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাপসাতালে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যায় দুজনই মারা যান।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, আশঙ্কাজনক অবস্থায় রুহুল আমিন ও ফিরোজ মোল্লাকে খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।