ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জ সীমান্ত থেকে ৪ বিদেশি পিস্তল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
শিবগঞ্জ সীমান্ত থেকে ৪ বিদেশি পিস্তল উদ্ধার

চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে ৪টি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।



বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে বিজিবি-৯ ব্যাটালিয়নের তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যাক্ত অবস্থায় ইউএসএ লেখা ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগজিন এবং ২৬ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন ও গুলির আনুমানিক মূল্য ৪ লাখ ৯ হাজার ২শ’ টাকা।

এ ব্যাপারে ৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন ও গুলি বিকেলে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।