ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান ছিনতাই, অচেতন চালক-হেলপার ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান ছিনতাই, অচেতন চালক-হেলপার ঢামেকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় চালক ও হেলপারকে অচেতন করে পোশাক ভর্তি একটি কাভার্ডভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। চালক আ. মালেক (৫০) ও হেলপার আবদুলকে (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



বুধবার (২৫ নভেম্বর) সকালে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তারা টঙ্গী বিসিক এলাকায় অবস্থিত এভারওয়ে ডায়িং লিমিটেডের কাভার্ডভ্যান চালক ও হেলপার।

মালেকের স্ত্রী মনিরা বাংলানিউজকে জানান, আশুলিয়ার বিসিক এলাকার একটি পোশাক কারখানা থেকে জিন্স প্যান্ট লোড করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তারা। রাতে মালেকের সঙ্গে তার স্ত্রীর কথা হয়। সকাল সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিড়া ফ্যাক্টরি এলাকায় গিয়ে তাদের অচেতন অবস্থা পান মনিরা।

তিনি আরও জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে কাভার্ডভ্যান থেকে নামার সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাদের অচেতন করে থাকতে পারে। কাভার্ডভ্যানটি ছিনতাই করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরাফতউল্লা বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এজেডএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।