ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনি দালানে বোমা হামলা

জেএমবির মিলিটারি আমিরসহ ৫ সদস্য গ্রেফতার ‍

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
জেএমবির মিলিটারি আমিরসহ ৫ সদস্য গ্রেফতার ‍

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানের সামনে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জেএমবির মিলিটারি আমির (মূল পরিকল্পনাকারী) মো. কবির হোসেন ওরফে রাসেদ ওরফে আশিকসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
গ্রেফতার অন্য সদস্যরা হলেন- চাঁন মিয়া, ওমর ফারুক ওরফে মানিক, মো. শাহজালাল, হাফেজ ক্বারী আহসান উল্লাহ মাহমুদ।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাত ৩টা থেকে ভোর পর্যন্ত রাজধানীর মিরপুর (চাঁন মিয়া), আব্দুল্লাহপুর (ফারুক, শাহজালাল), গুলিস্তান (আহসান), কামরাঙ্গীরচর (কবির হোসেন) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

যুগ্ম কমিশনার জানান, গ্রেফতারদের কাছ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ১টি চাকু ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, তারা সবাই জেমএবির সদস্য। বেশকিছুদিন ধরে তারা ঢাকা ও আশপাশের এলাকায় বাসা ভাড়া নিয়ে জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভিন্ন ধরনের জঙ্গি প্রশিক্ষণ ও বিভিন্ন হামলার প্রস্তুতি তাদের উদ্দেশ্য ছিল।
 
যুগ্ম-কমিশনার আরো জানান, জিজ্ঞাসাবাদে আরো তিনজনের নাম পাওয়া গেছে। শিগগিরই ওই তিনজনকে আটক করতে সক্ষম হবে পুলিশ।

গত ২২ অক্টোবর মধ্যরাতে হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পরপর তিনটি বোমা বিস্ফোরিত হয়। পরে আরও দুটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সঞ্জু নামে একজনের মৃত্যু হয়। আহত হয় শতাধিক। পরে জামাল নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরবর্তীতে চকবাজার থানায় একটি মামলা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫/আপডেট: ১৩৩৫ ঘণ্টা
এনএ/জেডএফ/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।