ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় সাজার আদেশপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
শার্শায় সাজার আদেশপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকসহ বিভিন্ন মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টার দিকে তাদের গ্রেফতার করে।



গ্রেফতারকৃতরা হলেন- শার্শার শালতা গ্রামের মোকছেদ আলী (৪৫), রামচন্দ্রপুরের হাজু কাজী (৩৫) ও চটকাপোতা গ্রামের আদম আলী (৩২)। এদের মধ্যে মোকছেদ আলী পাঁচ বছরের, হাজু কাজী তিন বছরের ও আদম আলী দুই বছরের কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামি।

শার্শা থানা পুলিশ জানায়, সাজার আদেশপ্রাপ্ত ওই তিন আসামি এতোদিন পালিয়ে ছিলেন। সম্প্রতি তারা বাড়ি ফেরেন। খবর পেয়ে পুলিশ ওই তিন আসামির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শার্শা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহাগ বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে যশোর কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।