ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ধুনটে নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট(বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিবাদের লক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


 
এ উপলক্ষে ধুনট উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী নির্যাতন মানবো না, প্রতিকারে প্রতিরোধে সোচ্চার হব-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, সহসভাপতি গোলাম সোবহান, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার, উপজেলার নিমগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার (দাবি) লুৎফর রহমান, (প্রগতি) হোসেন আলী, উপজেলা ব্যবস্থাপক (শিক্ষা) তাসরুবা আকতার, (অর্থ ও হিসাব) মতিয়ার রহমান, শাখা ব্যবস্থাপক (দাবি) ফয়সাল সরকার, ওয়াস কর্মসূচির কর্মকর্তা হাছানুজ্জামান ও লাইট হাউস সংস্থার প্যারালিগাল ওমর ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।