ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

মৌলভীবাজারে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
মৌলভীবাজারে গ্রেফতার ১

মৌলভীবাজার: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও এলাকা থেকে আকমল হোসেনকে (৭০) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচগাঁও এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল।

মৌলভীবাজারের এসপি মো. শাহজালাল এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে একই মামলায় তিনিসহ রাজনগরের চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক। এ ট্রাইব্যুনালের নেতৃত্ব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআই

** গাইবান্ধা-মৌলভীবাজারের ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।