ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ী ফারুক হত্যা মামলা

কোর্টহাজত থেকে পালালেন সাবেক এসআই রেজাউল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
কোর্টহাজত থেকে পালালেন সাবেক এসআই রেজাউল ছবি: প্রতীকী

ঢাকা: ব্যবসায়ী ফারুক হোসেন কামাল হত্যা মামলার আসামি কাফরুল থানায় সাবেক উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম পাটোয়ারি আদালতের হাজতখানা থেকে পালিয়ে গেছেন।

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মামলার প্রধান আসামি রেজাউল করিম।



রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রেজাউল করিম কর্তব্যরত পুলিশকে কৌশলে নিজেকে ডিবি পরিচয় দিয়ে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যান।

পুলিশের প্রসিকিউশন শাখার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাকে গ্রেফতারের জন্যও পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে দুপুরে ঢাকা ৫নং আদালতের বিশেষ জজ ড. মো.আকতারুজ্জামান ফারুক হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন।

অপর আসামিরা হলেন- কাফরুল থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান ও পুলিশের সোর্স বাবু।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাফরুল এলাকা থেকে ব্যবসায়ী ফারুক হোসেন কামালকে তুলে নিয়ে যান এসআই নুরুজ্জামান, এসআই রেজাউল করিম পাটোয়ারি ও সোর্স বাবু। থানায় আটক করে নির্যাতন চালানো হলে  তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ২৮ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১১টায় ফারুক মারা যান।

এ ঘটনায় ওই বছরের ১৮ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা মামলা  করেন  নিহত ফারুকের বোন পারভীন হক।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এমআই/জেডএফ/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।