ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতি, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতি, গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তাররা হলেন- মো. শাকিল (২৩) ও মো. রাব্বী (১৯)।

রোববার (১২ জানুয়ারি) মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানার একটি দল। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে তিনি জানান, মিরপুর মডেল থানার সেকশন-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতায়ের উদ্দেশে জড়ো হয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একটি চাকুসহ শাকিল ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী আরো দুজন দৌড়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন স্থানে অবস্থান করে ছুরি, চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতো। তারা মিরপুরের ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্র হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।