ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুকের সঙ্গে চুক্তি হলে কী হবে?

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ফেসবুকের সঙ্গে চুক্তি হলে কী হবে?

ঢাকা: আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিয়েছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম নিজেই ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি লিখবেন বলে জানিয়েছেন।


 
বাংলাদেশে সাময়িক বন্ধ থাকা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির সঙ্গে সরকারের চুক্তি হলে কি হবে- তা নিয়েই এখন চলছে নানা আলোচনা।
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মনে করছে, এতে উপকৃত হবে দেশের ব্যবহারকারীরাই। হয়রানি কমে আসবে। সাইবার ক্রাইমও নিয়ন্ত্রণে চলে আসবে।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির ৮০ শতাংশই ঘটে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারের মতো মাধ্যমগুলোয়। আপত্তিকর ছবি, বক্তব্য বা বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের মাধ্যমে এসব হয়রানি ও হুমকি দেওয়া হয়।
 
তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অনলাইনে হয়রানির অভিযোগ গ্রহণের জন্য একটি হেল্প লাইন (০১৭৬৬৬৭৮৮৮৮) চালু করেছে। সেখানে ১০ হাজার ২৬১টি অভিযোগ জমা পড়েছে বলে সম্প্রতি সংসদে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের বিরুদ্ধে যেসব অপরাধ সংঘটিত হয়, তাতে নারীরা সব চেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। এর মাত্র ২৬ শতাংশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ করেন।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক বহুল জনপ্রিয় বাংলাদেশে। সম্প্রতি প্রতিমন্ত্রী পলক জানিয়েছেন, দেশে প্রতি ১২ মিনিটে একটি করে ফেসবুক আইডি খোলা হয়। সাইবারে ভালো কাজের পরিবর্তে খারাপ কাজই বেশি হচ্ছে বলেও জানান পলক।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আমরা ফেসবুককে চিঠি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটির একজন অ্যাডমিন বাংলাদেশে রাখার কথা বলবো। সেই সঙ্গে কনটেন্ট ফিল্টার, নারীর নিরাপত্তা বিধান ও সামাজিক নিরাপত্তা বিধানে সহায়তা দেওয়ার কথাও বলবো।
 
এদিকে, গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক বন্ধ থাকলেও বিকল্পপথে ব্যবহার করছেন অনেকে। তারপরও এই বন্ধের নেতিবাচক প্রভাব পড়েছে।
 
সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকায় প্রায় ৩০ শতাংশ ইন্টারনেট ডাটা ব্যবহার কমেছে বলে রোববার (২৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে।
 
এজন্য দুই থেকে তিন শতাংশ রাজস্ব কমে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সুপুন। তবে রাষ্ট্রীয় প্রয়োজনে এই সিদ্ধান্ত তারা মেনে নেবেন বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।