ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে জেএমবি সন্দেহে আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
রাজধানীতে জেএমবি সন্দেহে  আটক ৪ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে জেএমবি সন্দেহে ৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে ২৬টি জেহাদী বই, ৩টি পাসপোর্ট, ৫টি মোবাইল সেট, ৪ হাজার পাকিস্তানি রুপি, ১৫শ ভারতীয় রুপি, ১৩শ বাহরাইন ডলার ও জর্দানের ১৬শ ডলার জব্দ করা হয়।

 

রোববার (২৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইদ্রিস শেখ, মুকুল শরীফ, মো. সালাম, মো. মোস্তফা জামান।

আটকের বিষয়টি বাংলানিউজতে জানান, ঢাকা মেট্রোপলিট পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।

তিনি বলেন, আটকদের বিষয়ে সোমবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়:  ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫/আপডেট ১২০৭ ঘণ্টা
এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।