ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আগারগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আগারগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে ছবি: ফয়সাল - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানার সামনে আগারগাঁও বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে গণপূর্ত বিভাগের পাবলিক ওয়ার্ক ডিভিশন (পিডব্লিউডি)।

সোমবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে পিডব্লিউডি’র কর্মকর্তারা এই উচ্ছেদ অভিযান শুরু করেন।



স্থানীয় ব্যবসায়ী রিপন বলেন, এই এলাকার সব ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসেনর ব্যবস্থা করে সরকরের উচ্ছেদ অভিযান চালানো উচিত। নতুবা আমরা স্ত্রী-সন্তান নিয়ে অসহায় হয়ে পড়বো।

এদিকে, রোববার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে রাজধানীর তেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযানে শুরু হলে স্থানীয় শ্রমিকরা বাধা দেন। এতে পুলিশ ও শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় একপর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে দুই শ্রমিক গুলিবিদ্ধ হন এবং আহত হন আরও কয়েকজন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫/ আপডেট: ১১১৫ ঘণ্টা
ওএইচ/টিআাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।