ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘বিবিআইএন ভিসা চালুর উদ্যোগ নিতে হবে’

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
‘বিবিআইএন ভিসা চালুর উদ্যোগ নিতে হবে’ ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদশ-ভুটান-ভারত-নেপাল মোটর র‌্যালি এখন ঢাকায়। চার দেশের ১৪ সদস্যের দলটি প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে এসেছে।



সোমবারই (৩০ নভেম্বর) কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলানিউজের কথা হয় এ দলের প্রবীণতম সদস্য প্রবীণ চন্দ্র ভাঁজ দেও’র সঙ্গে। বয়সে প্রবীণ কিন্ত দলের নবীনতমদের চেয়েও তরতাজা ছিলেন গোটা ট্যুরে। যে ওড়িশা থেকে র‌্যালি শুরু, সেখানকারই এমএলএ তিনি।

র‌্যালি সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দিলেন বাংলানিউজকে। বললেন, র‌্যালি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্ভাবনার দিকটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল এ চার দেশের জন্য বিবিআইএন ভিসার উদ্যোগ নেওয়া।

প্রবীণ চন্দ্র বলেন, সার্ক কতটুকু কী কার্যকর হচ্ছে তা কিন্তু এখন আমাদের সবার জানা। এ কারণেই সার্ক ভিসার চেয়েও গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন এই বিবিআইএন ভিসা।

যুক্তি হিসেবে প্রবীণ চন্দ্র গুরুত্ব দেন এ চার দেশের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক সাযুজ্য আর ভৌগলিক সংশ্লিষ্টতাকে। বলেন, চার দেশের মধ্যে মানুষে মানুষে যোগাযোগ যতো বাড়বে, ততই দৃঢ় হবে এর অর্থনীতি, সংস্কৃতি ও আন্তঃসম্পর্ক।

প্রবীণ বলেন, র‌্যালি থেকে আমাদের অন্যতম শিক্ষাই হচ্ছে সীমান্তগুলোতে হয়রানি। বিবিআইএন ভিসা এ হয়রানি কমাতে ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস।

সোমবার ছিলো র‌্যালির ১৮তম দিন। ঢাকা থেকে কলকাতা গিয়ে এর সমাপ্তি টানা হবে।

এখানেই শেষ নয়, এটি আসলে একটি শুরু, একটি বড় সম্ভাবনাকে জাগ্রত করতে, তাকে বাস্তবতায় রূপ দিতে কাজ করে যাবে বিবিআইএন।

আলোচনার শুরুতেই প্রবীণ চন্দ্র স্মরণ করেন ২০১৫ সালের ১৫ জুনের কথা। ‘ওই দিনটিই ছিলো মাইলফলক’, বলেন তিনি।

ওই দিন চার দেশের যোগাযোগমন্ত্রীরা সই করেন বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল সড়ক পরিবহন চুক্তি। আর ওই চুক্তির পর এই সাড়ে চার হাজার মাইলের মোটর র‌্যালিও একটি মাইলফলক। কারণ, র‌্যালিটি প্রমাণ করলো, চার দেশের মধ্যে সড়কপথে যোগাযোগ পুরোপুরিই সম্ভব।
 
প্রবীণ চন্দ্র র‌্যালির সদস্যদের কাছে গুরুর সম্মান পেয়েছেন। র‌্যালির অন্যতম সদস্য বাংলানিউজের সিনিয়র করেসপেন্ডন্ট মাজেদুল নয়ন।

তার মতে, র‌্যালির একজন দায়িত্বপ্রাপ্ত প্রধান ছিলেন প্রবীণ। তিনি ছিলেন এর শৃঙ্খলা বজায় রাখার প্রধান, কিন্ত সত্যিকারের কেয়ারিং ছিলো প্রবীণ চন্দ্রের কাছ থেকে। বলা যায়, তিনিই ছিলেন ‘ফাদার অব দ্য র‌্যালি’।

ষাটোর্ধ্ব এ ভারতীয় নেতা, যিনি দেশটির মোটর ক্লাবিং কলিঙ্গ মটরস’র কর্ণধারও।

বললেন, আসলে এমন বড় একটি র‌্যালি সবাইকে অনেক কাছাকাছি এনে দেয়। আমরা একে অন্যের অনেক কাছাকাছি চলে এসেছি বলেই সামান্য সেবাকেও বড় মনে হয়েছে।

র‌্যালি থেকে অন্যতম যে দিকটি সামনে আসবে তা হচ্ছে, অর্থনৈতিক সম্ভাবনা, বলেন প্রবীণ চন্দ্র।

তিনি বলেন, যোগাযোগ মানেই অর্থনৈতিক সম্ভাবনা। আমরা পুরো পথ জুড়ে সেই সম্ভাবনাই দেখে এসেছি। পরতে পরতে রয়েছে উন্নয়নের সুযোগ। আশাকরি, সেসব সম্ভাবনা জাগ্রত হবে। যার সুফল ভোগ করবে চার প্রতিবেশী দেশই।
 
প্রবীণচন্দ্র জানালেন, এ র‌্যালির পরপরই তারা ভারত সরকারেরর কাছে একটি রিপোর্ট জমা দেবেন। আশা প্রকাশ করছি, ওই রিপোর্ট ভারত সরকার বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গেও শেয়ার করবে। তার পরেই নেওয়া হবে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ।
 
চার দেশের মধ্যে নেপাল ও ভুটান কিছুটা পিছিয়ে থাকলেও, বাংলাদেশ ও ভারতের অর্থনীতি যথেষ্ট দৃঢ় ভিতের ওপর দাঁড়িয়ে। তাই বড় ভুমিকা এ দুই দেশকেই রাখতে হবে বলে মত দেন প্রবীণ চন্দ্র।

সড়ক পথের কোনো কোনো অংশ সাধারণ চলাচলের অযোগ্য রয়েছে। এ অবস্থায় দ্রুত উদ্যোগ নিয়ে এর সমাধান জরুরি বলেও মত দেন তিনি।

এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতার হাত রয়েছে। যেখানে সব ধরনের সম্ভাবনা রয়েছে সেখানে এখন দায়িত্বশীল উদ্যোগটিই জরুরি, বলেন প্রবীণ চন্দ্র।

ভবিষ্যতে এমন র‌্যালি আবারও আয়োজন করা হবে বলে জানান তিনি।

চার দেশের আন্তঃসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রবীণ চন্দ্র বলেন, আমরা সবাই একসঙ্গে রয়েছি, একটি পরিবারের মতো। আমাদের আরও কাছাকাছি আসতে হবে।
 
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমএমকে/এসএস

** মৈত্রী মোটর র‌্যালি এখন ঢাকায়
** ফ্ল্যাগ অফ করলেন মেয়র, ‘জয় বাংলা’ স্লোগান সবার কণ্ঠে
** ওই তো বাংলাদেশ...
** ৪৫০০ কিমি পাড়ি দিচ্ছেন ৩ নারী
** দুঃসহ ভ্রমণ শেষে ঐতিহাসিক আগরতলায় র‌্যালি
** ও আমার দেশের মাটি...
** শিলচর হকি দলে এখন ৫৫ নারী
** পথের শেষ কোথায়...
** মেঘালয়ের নারীর পোশাক জাইনসেম
** শামুক-ঝিনুকে গড়া স্বপ্নকথন
** ১৬ ঘণ্টায় শিলচর
** বাংলাদেশকে প্রয়োজন, বললেন মেঘালয়ের মূখ্যমন্ত্রী
** চোখ জুড়ানো শিলংয়ে বড়া নদীর পাড়ে
** ব্রহ্মপুত্রের পাড় ধরে এবারে যাত্রা শিলচরে
** অবশেষে সমতলে, ব্রহ্মপুত্রের পাড়ে
** পাপীকে গ্রাস করা মেবার টিশো হ্রদ
** পুরে ওয়ারমং বাজারে
** যে দেশে সুখটাই প্রধান
** আবারও ভারতের উদ্দেশে যাত্রা
** ভুটানে শেষ রাত, মনগারে র‌্যালি
** ১৩শ ফুট ওপরে বরফ মাড়িয়ে ছুটে চলা
** বিদায় ‘ভ্যালি অব বিউটিফুল গার্লস’
** ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ
** ইয়াকের দেখা মিললো উরা উপত্যকায়
** মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার ভুমতাংয়ে
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।