ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুর ছেড়েছে মৈত্রী মোটর র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ফরিদপুর ছেড়েছে মৈত্রী মোটর র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালি ফরিদপুর থেকে এখন মাগুরা-যশোরের পথে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ফরিদপুর-রাজবাড়ী সীমানার সাইনবোর্ডে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষে র‌্যালিকে স্বাগত জানানো হয়।



এসময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামরুজ্জামান সেলিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই, নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ও পারভেজ মল্লিক মৈত্রী ৠালিকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে ৠালি যশোরের উদ্দেশে রওয়ানা হয়। দুপুর ১টা ২ মিনিটে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় ও ১টা ১৫ মিনিটে শহরতলীর কানাইপুর বাজার এলাকা অতিক্রম করে বলে জানান ৠালিতে থাকা বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল নয়ন।

দুপুর ২টার মধ্যে ফরিদপুর জেলার সীমানা অতিক্রম করে ৠালি মাগুরা জেলায় প্রবেশ করবে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।