ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মো. শাহ নেওয়াজ (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে আইন লঙ্ঘনকারী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যলয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।



শাহ নেওয়াজ বলেন, আমরা জানতে পেরেছি, এখনো অনেকে নির্বাচনী প্রচারণা বন্ধ করেন নি। তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, আইন লঙ্ঘন করলে কেউ নির্বাচনে জিতে গেলেও তার প্রার্থীতা বাতিল করা হবে। নির্বাচনে কাউকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না।

এছাড়াও নির্বাচনে কোনো কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্ট কাজে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, ঘরোয়া পরিবেশে সভা করতে চাইলে ২৪ ঘণ্টা আগেই আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
ইইউডি/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।