ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মৈত্রী মোটর র‌্যালি মাগুরায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মৈত্রী মোটর র‌্যালি মাগুরায় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালি ফরিদপুর থেকে মাগুরায় পৌঁছেছে।

মঙ্গলবার(১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালীতে পৌঁছায় র‌্যালিটি।



মাগুরার পুলিশ সুপার(এসপি) একেএম এহসানউল্লাহ বাংলানিউজকে জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা বিবিআইএন’র মৈত্রী মোটর র‌্যালিটি মাগুরায় অবস্থান করছে। দুপুরে র‌্যালিটি মাগুরা শহরে পৌঁছানোর আগেই পারনান্দুয়ালীর মাগুরা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য ঢোকে। এ সময় ডিজেলে চলা বহরের ৯টি গাড়িতে ভুল করে অকটেন দেওয়া হয়। পরে বিষয়টি টের পেয়ে ৯টি গাড়ি থেকেই অকটেন বের করা হচ্ছে। এতে আরও এক ঘণ্টার বেশি সময় লাগবে।

এসপি আরও জানান, ফিলিং স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।