ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

সাভারে সম্ভাব্য সাত প্রার্থীকে কারণ র্দশানোর নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
সাভারে সম্ভাব্য সাত প্রার্থীকে কারণ র্দশানোর নোটিশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): পৌরসভা নির্বাচনের মনোনয়নের আগেই সাভারে সম্ভাব্য সাত প্রার্থীকে কারণ র্দশানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন অফিস।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।



সম্ভাব্য সাত প্রার্থী হলেন- সাভার পৌর এলাকার ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাদিয়া পারভীন, ১ নম্বর ওয়ার্ডের রমজান আহম্মেদ, ৩নম্বর ওয়ার্ডের মো. ইবাদত হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের  অরজুন সাহা, ৬ নম্বর ওয়ার্ডের এ কে এম মনসুর রহমান খান (রাজিব) ও  মনির‍ুল হক এবং ৯ নম্বর ওয়ার্ডের মোকসুদুর রহমান খান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর দু’দিনের মধ্যে বিলর্বোড, পোস্টার, ফেস্টুন, ব্যানার অপসারণ না করে নির্বাচনী আচরণ-বিধি লঙ্ঘন করায় তাদের এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
 
ওই নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের উপজেলা নির্বাচন অফিসে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।