ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর মাজারে নিক্সন-রুমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
বঙ্গবন্ধুর মাজারে নিক্সন-রুমি

গোপালগঞ্জ: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান নিক্সন ও কেন্দ্রীয় বিএনপি থেকে সদ্য পদত্যাগ করা এম এম শাহরিয়ার রুমি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

মঙ্গলবার(০১ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা জানান ও বিশেষ মোনাজাতে অংশ নেন।



এ সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদৎ হোসেন, বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী পৌর বিএনপি সভাপতি আবু জাফর মুন্সি, খন্দকার জাফর আহম্মেদ, নিক্সন চৌধুরীর পিএস জাহিদুর রহমান রিয়ল প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি বছরের ১৫ নভেম্বর বিএনপি থেকে পদত্যাগ করেন দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এম শাহরিয়ার রুমি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।