ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিশ্ব এইডস দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
বান্দরবানে বিশ্ব এইডস দিবসে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: 'এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু নয় একটিও আর, বৈষ্যহীন পৃথিবী গড়বো সবাই-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস।
 
মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।



র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু মার্মা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন উদয় শংকর চাকমা প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।