ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় মুক্তিযোদ্ধাদের র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মাগুরায় মুক্তিযোদ্ধাদের র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ, নিপাত যাক’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় র‌্যালি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার(১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।



জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে র‌্যালিতে জেলার প্রবীণ মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে গিয়ে সন্ত্রাসবিরোধী সমাবেশে মিলিত হয়।

সেখানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম ফাত্তাহ মিয়া, গোলাম মওলা মোল্লা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।