ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৩৫ নতুন ডিসির তালিকা প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
৩৫ নতুন ডিসির তালিকা প্রকাশ

ঢাকা: নতুন ৩৫ জেলা প্রশাসকের (ডিসি) নামের তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।



এতোদিন নতুন জেলা প্রশাসকের নামের তালিকা গোপন রাখা হলেও এবারই প্রথমবারের মতো নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হলো।
 
গত ২৯ নভেম্বর স্বাক্ষরিত নামের তালিকাটি মঙ্গলবার (০১ ডিসম্বের) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওইদিন থেকেই দুই সপ্তাহের গর্ভন্যাস অ্যান্ড ইনোভেশন কোর্সে ডাকা হয়েছে ৩৫ কর্মকর্তাকে।
 
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মহিবুল হক বাংলানিউজকে বলেন, ৩৫ জন প্রশিক্ষণ নিচ্ছেন মঙ্গলবার থেকে।
 
গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩, ১৫, ও ১৭তম ব্যাচের ১২৭ জন উপসচিবকে ডিসি ফিটলিস্টে অন্তর্ভুক্তির জন্য পরীক্ষায় অংশ নিতে আহ্বান জানানো হয়। এর মধ্যে ১৩তম ব্যাচের ৫৪ জন, ১৫তম ব্যাচের ৩৬ জন এবং ১৭তম ব্যাচের ৩৭ জন পরীক্ষায় অংশ নেন।
 
বিদেশে থাকার কারণে এসব কর্মকর্তাদের ৯ জন পরীক্ষায় অংশ নিতে পারেননি। প্রাথমিক এ পর্যায়ে ৪৪ জন কর্মকর্তাকে নির্বাচিত করা হয়। এদের ৩৫ জনের নামের তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছরই প্রথম মৌখিক পরীক্ষার পর কোনো কর্মকর্তা ডিসি হতে চান কি-না তা জানতে চাওয়া হয়েছে। যারা ডিসি হতে অনাগ্রহ প্রকাশ করেছেন তারা মৌখিক পরীক্ষার পর অন্য পরীক্ষায় অংশ নেননি।
 
নতুন ডিসি হিসেবে নিয়োগ পাওয়ার তালিকায় যারা রয়েছেন-হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্টের প্রকিউরমেন্ট অফিসার মো. মাহমুদুল হোসাইন খান, পাবলিক প্রাইভেট পাটনারশিপ অফিসের ডেপুটি ম্যানেজার ড. বশিরুল আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. আমিন উল আহসান, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. জাহিদুল ইসলাম ও মো. রাশেদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মো মুশফিকুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. খায়রুল আলম শেখ ও উম্মে সালমা তানজিয়া, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের উপ-পরিচালক অমল কৃষ্ণ মণ্ডল, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. খলিলুর রহমান, বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. সেলিম উদ্দিন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক, অর্থ বিভাগের উপসচিব মো. জহির রায়হান ও বেগম জিনাত আরা, পরিবেশ অধিদফতরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আমেনা বেগম, লিয়েনে কর্মরত মো. মাহমুদুল হাসান, অর্থ বিভাগে সংযুক্ত উপসচিব মোহাম্মদ মনজুরুল মান্নান, জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের উপসচিব রেখা রাণী বালা, অর্থনৈতিক সর্ম্পক বিভাগের উপসচিব রাব্বী মিয়া ও মো. তোফায়েল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আজিমুদ্দিন বিশ্বাস ও মো. মোখলেসুর রহমান সরকার, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব আহম্মেদ ফয়সাল ইমাম, ঢাকার গভর্নেন্স ইনোভেশন ইউনিটের পরিচালক কামরুন্নাহার সিদ্দিকা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব সায়লা ফারজানা, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব রেজওয়ানুর রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব তপন কুমার বিশ্বাস, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব ড. সুভাস চন্দ্র বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বেগম শাহিনা খাতুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার একান্ত সচিব মো. আবদুল আওয়াল, মহিলা বিষয়ক অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা খান এবং স্থানীয় সরকার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা,  ডিসেম্বর ০২, ২০১৫
এসএমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।