ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে জাপানি প্রতিনিধি দলের কৃষি খামার পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
নাটোরে জাপানি প্রতিনিধি দলের কৃষি খামার পরিদর্শন

নাটোর: নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় কৃষি খামার পরিদর্শন করেছে এক জাপানি প্রতিনিধি দল।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে প্রতিনিধি দলটি এ পরিদর্শন করে।



প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হিসুচি হিরোকাজু ও ইয়ামগুচি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কন্দ তোমেহিরো।

প্রতিনিধি দলের সদস্যরা ড্রাগন ফল, কলম্বো লেবুসহ নানা জাতের আমের চারা তৈরির প্রশংসা করে খামার মালিক ও চাষিদের ধন্যবাদ জানান।  

এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম-পরিচালক ড. আব্দুর রশীদ, ড. মনসুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল করিম।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে স্থানীয় খামার মালিক ও চাষিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।